সংবাদ শিরোনাম

কুমারখালীতে নার্সের বস্তাবন্দি লাশ উদ্ধার,নিখোঁজ ছিল ৩ দিন

সময়ের বরিশাল ডেক্স---
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় জিকে ক্যানেলের পানিতে ভাসমান একটি  লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি ছিল বস্তাবন্দি। আর তার মধ্যে ছিল ৩দিন আগে নিখোজ হওয়া কুষ্টিয়ার বিলকিস আক্তার (৪০) নামে এক নার্সের।মঙ্গলবার সকালে কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত বিলকিস আক্তার কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী এবং শহরের ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসাবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানেলের পানিতে বস্তবন্দি মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
খবর পেয়ে নিহতের স্বামী রবিউল ইসলাম হাসপাতালে ছুটে এসে মরদেহটি তার স্ত্রী বিলকিস আক্তারের বলে জানান।রবিউল ইসলাম বলেন, গত ১৭ আগস্ট বিকালে মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে হয়ে আর ফেরেননি তার স্ত্রী। স্ত্রী কোনো খোঁজ না পেয়ে পরদিন কুষ্টিয়া মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করেন তিনি।

Previous Post Next Post